Friday, December 29, 2023

চিত্তাকর্ষক চঞ্চু!

কাহিনীটা তো আগে থেকেই জানা, কিন্তু সত্যজিৎ রায়ের লেখা যেহেতু, তাই আপাত অচেনা সংস্থার আপাত অচেনা পরিচালকের হাতে তার কি হাল হয়, ভেবেই একটু শঙ্কা ছিল মনের মধ্যে! কিন্ত পুরোটা দেখার পর অবশ্যই স্বীকার করে নেব, কয়েকদিন আগে পর্যন্ত আপাত অপরিচিত থাকা অজানা Dreamcity Artists নামক সংস্থাটির নিবেদিত ছবিটির মধ্যে মূল গল্পের প্রতি sincerity পুরোমাত্রায় অটুট। ছোটোখাটো ভুলত্রুটি যেগুলো চোখে পড়ল, তার চেয়েও বেশি করে মনটাকে ভরিয়ে রাখলো আগাগোড়া কেন্দ্রীয় বিষয়বস্তুকে সঠিকভাবে অনুসরণ করার স্বাভাবিক তাগিদটাকে। পরিমিত অথচ প্রয়োজনীয় সংলাপ ছাড়াও গুরুত্বটা চলচ্চিত্রায়ণের দিকে বেশি দেওয়াটাকে তারিফ জানাতেই হবে। আজকাল অনেক চলচ্চিত্রের অবান্তর সংলাপ রাখার রেওয়াজের থেকে এই বিপরীত বোধটা অনেক বেশি বুদ্ধিদীপ্ত। রায়মশাই নিজেই তো বোধহয় এটা বুঝিয়ে দিয়েছেন নিজের অধিকাংশ কীর্তির মধ্যে দিয়ে! পরিচালক ও সম্পাদক (আবির রায়) খানিকটা একই কৃতিত্ব দাবী করতে পারেন ছায়াছবিটিতে দৃশ্যকে প্রাধান্য দিয়ে কাহিনিটিকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার! তবে স্বল্প বাজেটের ছবিতে শুধুমাত্র কিছুটা ভিসুয়াল এফেক্ট (Dreamcity VFX) সম্বল করে এক বৃহদাকার প্রাণী অবলম্বনে একটা পরিপূর্ণ ছবি বানানো যে যায়, তা দেখার জন্য আমি অবশ্যই অনুরোধ রাখব যারা দেখেনি তাদের কাছে।
মানছি, কয়েকটি চমক জাগানোর দৃশ্যে আরো নাটকীয়তার প্রয়োজন ছিল, ক্ষেত্রবিশেষে যে খামতিটূকু সার্বিক মানের অনেকটাই তফাত করালেও বলব এরকম প্রযোজনার প্রয়োজন আছে। কারণ, এগুলো যদি না থাকে, তাহলে বাংলা সাহিত্যের রকমারি অথচ অমূল্য সম্পদগুলো বইয়ের ভিতরেই থাকবে, সাহিত্যানুরাগী ছাড়া অন্য কারুর পক্ষে এগুলোর নাগাল পাওয়ার আর কোনও সম্ভাবনাই থাকবে না। অবশ্য ত্রুটি যাই থাকুক না কেন, একটি বিষয়ে কিন্তু এই সিনেমায় কোনো আক্ষেপ নেই! তা হল সুর ও ধ্বনি (সৌমব্রত সাহা, শৈবাল কর্মকার), যা একাধারে সৃষ্টি করেছে দরকারী রহস্যময় ভয়াল পরিবেশ, অন্যদিকে অনেক দিনের এক মধুর রীতি অনুসরণ করে সুরেলা এক স্মৃতিকে উস্কে দিয়েছে যার আকর্ষণ সত্যজিতের সিনেমার মতোই চিরকালের।

Thursday, November 30, 2023

রহম্যানিয়ার চাপ!

কারার ঐ লৌহ কপাট গানটিতে এ. আর. রহমান সুর দিয়েছেন!

দিতেই পারেন সুর! আমরাই স্নানঘরে কত্ত গানে সুর দিই, আর উনি তো বিরাট সুরকার! তাহলে আর কিসের সমস্যা?

মনে আছে, ছোটোবেলায় 'পুরানো সেই দিনের কথা ভুলবি' সুরে 'যব ভি কোই লড়কি দেখু, মেরা' গানটা স্কুলে গাওয়া হতো, একঘর লাগত! সত্যি বলছি, গেয়ে দেখবেন! যদি না at least মুচকি একটা হাসি বেরোয় তো আমার নাম কাজি নজরুল!

এরকম কত যে গান আর কত যে সুর স্কুলের টিফিনের লাস্ট বেলের সাথে আর বাথরুমের স্নানের জল ফুরিয়ে যাওয়ার সাথে সাথে স্মৃতির অতলে হারিয়ে গেছে কে জানে! খেয়াল করে লিখে রাখলে, আরেকটা গীতাঞ্জলি ঠিক নামিয়ে দিতাম এতোদিনে! আর লোকে আমার বাড়িতে গড়িয়াহাট থেকে গ্র্যামি নিয়ে আসত! তাহলেই আমি লাইসেন্স পেয়ে যেতাম কাজী নজরুলের গান নিয়ে গবেষণা করার! ঠিক যেমনটা করেছেন এ. আর. রহমান, 'কারার ঐ লৌহ কপাট' গানটি নিয়ে!

কারণ সুরের জগতের পুরস্কার না থেকে যদি রহমান দাদার মতো কাজি নজরুলের বীর রসের গানের মধ্যে আমি রসগোল্লার রস ঢালতাম, তো আমার গানের টিচার চিরতার জল গেলাতে গেলাতে আমাকে বোধহয় কয়েক কোটি বার কান ধরে ওঠবোস করাতেন। এতেও অবশ্য পুরোপুরি রক্ষা পেতাম না! কারণ, গানটার মধ্যে দাঁড়ি, কমার প্রতি এরকম আশ্চর্য ঔদাসিন্য কোনো বাংলা টিচারই শান্তভাবে মেনে নিতেন না, ছুটে এসে ওঠবোসটা হয়তো একটা পা তুলে করতে বলতেন!

তবে একটা কথা, গানের একটা জায়গা, হা হা হা পায় যে হাসি জায়গাটা কিন্ত খাসা মানিয়েছে নতুন সুরে! শুনলেই হ্যা হ্যা করে হেসে ওঠার chance আছে! অবশ্য পুরোটা শুনে না কেউ ছ্যা ছ্যা করে আবার! তবে আমার ধারনা, গোলমাল হয়েছে গানটাকে বাংলা থেকে তর্জমা করে রহমানবাবুকে বোঝাতে! কোথায় গান শুনলেই কারার লৌহ কপাট ভাঙতে চাইবে মন, না এমন হয়েছে যে লৌহ কপাট ভাঙা তো পরের কথা, কাচের তৈরি কপাটেও চিড় খাওয়াতে লজ্জা লাগবে! ভাঙলে যদি দু পা তুলে ওঠবোসটা করায়!

Thursday, October 19, 2023

Bambai Meri Jaan: blood in thy hands!

There is very little to be said for a series where the particulars are so carefully designed.

Brilliant direction (Shujaat Saudagar), outstanding acting (Kay Kay Menon, Kritika Kamra, Nivedita Bhattacharya, Jitin Gulati, Nihar Gite, Sumeet Vyas), fitting costume design that matches the decades depicted (Bibi Zeeba Miraie), crisp storyline (S Hussain Zaidi), impeccable cinematography (John Schmidt)!

Spanning several decades from the sixties through the seventies, the series traces the shift of power in the Mumbai underworld when a rookie, the son of a policeman, challenged the clout established by the brain of Haji, the intelligence of Mudaliar and the muscle of the Pathans. Beginning his career in the black market with occasional cons and duping customers with his sleight of hand techniques, Dara Ismail Qadri soon rose to infamy in the smuggling business, thanks to his industrious efforts, his daring gang of friends as well as dedicated siblings, a few twists of fate and his ever increasing ambition for power that ushers wealth. But, alas, the rise to glory was not without pain! Not only did he breed enemies, but he also lost the dear ones in the process! Battling all the odds as they came, the steadily rising don had, however, his own fierce ways of dealing with the crises. To the utter dismay of his father, Ismail Qadri - once an honest cop whom fate forced to serve the corrupts - the Qadri clan seemed to be devoured by the Devil. The authorities also tried to take advantage but was miserably trapped in their own game. Terror was redefined while mercy seemed to vanish. Massacres followed revenge as the D gang challenged the mafia veterans.

Based on true events of the underworld, Shujaat Saudagar directs this fast paced crime drama that unfolds a dark history of power struggle, soaked in blood, while reeking of betrayals. Fictionalizing several true incidents with alterations wherever necessary, the series rides on the thorough research of Hussain Zaidi to depict the mob bosses that ruled Bombay for decades. As to the acting, all played their characters precisely but Kay Kay Menon is superb. His portraiture of the principled policeman and when fate chose, the unwilling accomplice to crime deserves applause. The agony of the despairing father, the plight of the helpless, the desperation for the family he headed, the courage of the honest heart and the uncompromising hate towards evil - could never have been better depicted than what he did with a masterful act that deserves nothing short of a countless applause. Kritika Kamra acts as his stubborn daughter with a deceptive trait to surprise when needed. Nivedita Bhattacharya compliments him well with the demeneour of the lady torn between the the choice of standing by the person she respects and the others she loves. Jitin Gulati as the older Saadiq Qadri and Nihar Gite as his younger version, both deserves no less praise in depicting the sibling, elder to Dara but being less astute, standing tall when situation demanded, respecting the leadership of the deserving while quietly grieving at being the apparently lesser favoured individual right from his very tender age. Sumeet Vyas also highlights his short appearance as the ruthlessly calculative assassin with a contrasting sense of black humour. The bell botts generation is aptly sketched by the costume design of Bibi Zeeba while the feature of the sixties is agreeably captured in sepia tones by John Schmidt.

This gripping series is a thrilling watch that showcases, albeit fictitiously, the rise of a new generation of mafia in the city of India that the world is destined to bear for several decades to come.

Saturday, September 30, 2023

Aakhri Sach: the ultimate terror!

Based on true events, the series tries to search for the terrifying truth behind the apparently eerie deaths of all the members of a humble household. With thorough research, the season searches for the ultimate truth behind the apparently bizarre tragedy. Spanning for a gripping length of six episodes, the series delves into the psychology of the individuals to find the rationale behind the incomparably horrific incident.
The neighbourhood of Rajawat family in Delhi suddenly turned to be the focus of the entire country on the fateful morning when the inhabitants were all discovered dead, the only individual living being their chained pet dog. Of the eleven member household, ten were found hanging to death in the courtyard, while the lone eleventh, the eldest, was located strewn dead in her bedroom.
A family, who was reported to have no significant problem with the neighbours, with a business that was gradually prospering and one of their younger members being recently engaged to be married, seemed to be the most improbable candidate for such a catastrophic fate. Police investigations to gather evidence against the primary suspects of the fiancé and the local crime syndicates were drawing blanks till a startling find turned the tides with curiously grim facts. A visit to the ancestral home in the village from where the Rajawats hailed and the discovery of a bundle of regularly maintained logbooks completely changed the course of enquiry. A psychological autopsy seemed to be the demand of the case that required a critical probe to the psyche of the family. The dreadful mystery was not only to be solved but the answers to several baffling questions needed to be firmly established!
Written by Saurav Dey and Ritu Shri and directed by Robbie Grewal, the chillingly compact drama patiently crafts a fiction that retains a true theme. Abhishek Banerjee is not only fascinating as always, but he surely played one of his remarkably critical roles to date with his politely dominating countenance to portray a central character, which remained central to the theme as well. Tamanna Bhatia, with her measured gaits, added the right amount of seriousness to the series while Rahul Bagga supporting the act ably with the added appeal of his signature baritone.
The thrilling drama is worth watching that probes, albeit through fictitiously reconstructed events, a frightening mystery with twists, which had challenged the regular intellect!

Wednesday, September 27, 2023

Haddi: a performance that matters!

A piece of outstanding standalone acting (Nawazuddin Siddiqui), courageous plot with novel theme (Adamya Bhalla, Akshat Ajay Sharma), superbly blended with reverberating tunes (Rohan Pradhan, Rohan Gokhale) but marred by poor overall cast selection (Mohammad Talib) and direction (Akshat Ajay Sharma) that did injustice to the theme. The tale of revenge is an old one but when that centres the transgender, the tale takes a startling turn. A society that outcasts and abhors a community will be very likely to be indifferent to their state of being. But when their wrath is challenged, there strength is felt like never before.

The plot centres on the evil political leader utilizing the transgenders to promote his illegal trade while, at the same time, systematically trying to usurp the homes owned by the apparently weaker of the community to further his real estate business. To achieve his selfish aims of increasing wealth, he stoops to lowest measures, including mass murders, caring less for the people who stands in his way. But challenge comes from unsuspecting quarters, a transgender plotting a careful revenge to avenge the only family he knew, a home that once provided him shelter when ostracized by the society but now, the establishment being decapitated by the mafia greed.

There is quite a bit of novelty in portraying the vengeance of the transgender, but the way the central character is played by Nawazuddin Siddiqui, deserves special applaud. The wails of the devastated, the wrath of the desperate, the softness of the delicate heart within being the handful of the varied sentiments displayed by Nawazuddin that will keep you spellbound as you watch the classic manifestation of human sentiments that range from graceful elegance to utter arrogance! The theme is magnificently complimented by the soulful melody of Beparda with the voice of Rekha Bhardwaj, accompanied by Rohan Pradhan and Rohan Gokhale that amplifies the passion even further. But having said all these, I must say that the film will surely fall short of high ranks, thanks primarily to a horrid casting of Anuraag Kashyap as a central character. Who considers him to be a serious villain? Meaning no disrespect, he apparently just lacks that strain. Lowering the scales a notch further, is the abrupt direction that does injustice to the presentation that basically banks on individual performances. However, a casual watch will do no harm as the skilled acting of the professional, the unique storyline and the music that thrills, might be just the right ingredient for entertainment!

Friday, September 22, 2023

কলকাতার রহস্যের মাঝে মিঃ কলকেতা

ভেবেছিলাম দারুন কিছু একটা ব্যাপার হবে নিশ্চয়। কলকাতার অলিগলিতে লুকিয়ে থাকা রহস্যের হাতছানি থাকবে। ঋত্বিক আছে তো, ঠিক জমিয়ে দেবে! কিন্তু কোথায় কি! জমলো না তো পুরোটা! গল্পটা (সৌগত বাসু) দারুন, যেন কলকাতার ন্যাশনাল ট্রেজার, সম্পাদনা (রবিরঞ্জন মৈত্র) ঝরঝরে ও মজাদার সুরেতে ভরা গান, ধ্বনির পরিপাটি মিশ্রণে (শুভদীপ গুহ, আনিস আহমেদ, অভি, সৃজন দেব) পরিবেশিত রহস্যের আবহ!
কিন্তু ওই যে, ন্যাশনাল ট্রেজার ভাবলাম বলেই বোধহয় গোলমালটা পাকালাম। কলকাতার কোন নির্দিষ্ট গুপ্ত জায়গায় লুকিয়ে রাখা মসলিনের সন্ধান পাওয়াটা তো চাট্টিখানি কথা নয়! ইতিহাসটা ঠিক করে বোঝানো দরকার। কাহিনীটা এইখানেই কিরকম খাপছাড়া হয়ে গেছে! রহস্যটা রোমাঞ্চ জাগাতে পারে নি। তার উপর তুখোড় তিনজন অভিনেতা (ঋত্বিক চক্রবর্তী, দেবেশ রায়চৌধুরী, কৌশিক সেন) থাকা সত্ত্বেও তাদের ঠিক করে ব্যবহার করা হয়নি আমার মতে। গতিটাও কিন্তু বেশ অগোছালো লাগলো। রহস্যের মধ্যে আটকে গিয়ে পরিচালক (সুরজিৎ চট্টোপাধ্যায়) নিজেই যেন নিজেকে হারিয়ে ফেলেছেন মাঝপথে। রহস্যটা সাধারন হলেও শুধুমাত্র সপরিবারে দেখার মতো করে বানানোর জন্য পরিচালককে ধন্যবাদ জানাই। অনুরোধ একটাই সিরিজটা সম্বন্ধে, আবার ফিরে আসার যে ইঙ্গিতটা পেলাম এবার, এই সিজনের খামতিগুলো যদি ভবিষ্যতে শুধরে নেওয়া যায়, বিষয়বস্তু অনুযায়ী, এই সিরিজ, আমার মতে, ক্রমান্বয়ে দর্শক সংখ্যা বাড়ানোর ক্ষমতা রাখে!

Thursday, September 7, 2023

কুমুদিনী ভবন, হোচি সরকার ও অনেকগুলি রহস্য

কুমুদিনী ভবনে রহস্য দেখা দিয়েছে। মানে কুমুদিনী ভবন নামক মহিলাদের মেসটিতে ভীষণ সব কাণ্ড ঘটছে। বাড়িটিতে নানা বয়সের ও বিভিন্ন পরিচয়ের মহিলাদের ভাড়া দিয়ে থাকেন বাড়ির কর্ত্রী, মাসিমা। সাথে বাড়ির পরিচারিকা ও নিজের অনাথ ও অসুস্থ নাতি! মোটামুটি নিজের বাড়ির মতো ঘরোয়া করে থাকার পরিবেশ। দিনগুলো সবাই মিলে হইচই করেই কাটিয়ে দিতো। আপাত ঝামেলাহীন বাড়িটিকে কেন্দ্র করে পরপর তিনটে খুনই তাই পরিস্থিতিটা ঘোরালো করে দিলো! একসাথে তিনটে খুন - আবার ঠিক খুনের দিনটাতেই আগমন হয় এক অচেনা মহিলার - অফিসার হোচি সরকার তো চাপে পড়বেই! একে তো তিনটে খুনের জট, তার উপর তিনি আবার মৃতদেহ সহ্য করতে পারেন না, কি যে করবেন কে জানে?
অবশ্য পুরোটা যদি জানতেই হয় তবে তো দেখতেই হবে বাকি ব্যাপারগুলো। অম্বরীশ ভট্টাচার্য ও উষসী রায়ের অভিনীত সিরিজটি শুধু অভিনয়ের খাতিরেই খুব উপভোগ্য। রহস্যটা জমাটও থেকেছে অর্কদীপ মল্লিকা নাথের গতিময় পরিচালনার জাদুতে। হাসিঠাট্টার মোড়কে রহস্যের উপস্থাপনা করে গোয়েন্দা কাহিনীটিকে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে।

Thursday, August 31, 2023

City of Dreams.... and trials!

The Gaikwads are back in business. But with hearts grieving for their irreparable losses, the beginning had not been so easy! Rumours prevailed, scandals reigned and the oppositions exploited while media played their own trial games. Recuperating from her severest of losses, as Poornima Gaikwad tries taking the responsibilities of the state she was elected to minister, she also patches up with her father, the bitterest enemy that she had ever needed to fight. But threats were lurking both near and outside her locale. A political party set to destroy her father, a rich media to do the evil reckoning, a dangerous enemy of old set to avenge their loss with the life of Poornima, can she hold the leashes and save her state and her self? With Wasim Khan as her ever trusted friend, Poornima must keep her wits at bay as even though the enemies strike from outside, the internal ills too seek justice. Alliances are negotiated and trusts seem fragile as comrades fall apart while scheming opportunists unite. While the oppositions play the scandal game and arranged for coup, can the disgraced Gaikwads regain their glory and might or is there bigger challenge ahead?
Interesting revelations await for those who see as terrifying surprises will be there in store to shake the faith. Gaining momentum gradually from the rather gloomy start, the sensationally climactic 30 minutes will be a thematic reminder of The Godfather awakenings where desperation plays the pivot and revenge hammers in the needed justice.
Nagesh Kukunoor directs the enigmatic political drama, which is compelling to watch, not only due to its necessarily inherent guilty pleasure, but instead for its contrasting attempt to shift focus partly towards the risky maneuvers of honest politics. Priya Bapat effortlessly continues playing her part as the unwavering and strategic Poornima Gaikwad with superb elegance, humbly supported by Eijaz Khan and Atul Kulkarni, reprising their roles with their fascinatingly deceptive simplicity that augments their characteristically natural smartness. As each season closes and a new one begins, the only thing that remains constant is the signature opening score by Tapas Relia, a melody that is pleasing to the ears yet haunting to the soil, one of my favourites in the series, composed as if to align the mind for the thrill to behold!

Monday, July 31, 2023

Cracking mysteries with The Mentalist

The acute interpreter of human behaviour and gestures will keep you engrossed in this thrilling drama by the risks he takes, the traps he sets and the antics he plays. Just completed watching the thrill laced adventure, which, on the one hand, has mystery as the central element, while on the other, has a fair share of drama as well. Essentially a police procedural, but as the name suggests, the theme is focussed on the single investigator. Once, a con artist, the alleged psychic with a keen insight into behaviours, turned into a consultant to the authorities in nabbing the scariest of criminals, solving the strangest of crimes, while secretly harbouring his chief agenda of avenging the murder of his wife and daughter.
Created by Bruno Heller, the seven part series is a study of human psychology that reveals the various shades of human emotions in the grimmest of circumstances. Simon Baker plays the sauve protagonist with keen observational power in Patrick Jane who is kind on the one hand, while opportunistic in the other, but alway maintaining a principle of striking the bad while defending his own, though at times, his actions will raise serious doubts as to his courage. Complimenting him with a predictable yet assured stance is Robin Tunney as Teresa Lisbon, introduced very early as the boss of Jane, balancing her colleagues with a smiling face and a professional astuteness. The natural interrogator in Kimbal Cho is trimmed to perfection by the impassive Tim Kang. The cheerful Owain Yeoman as the optimistic Wayne Rigsby and the naive countenance of Amanda Righetti as the sweetly sentimental Grace Van Pelt, who were regular in the initial few seasons but appeared intermittently as the show gradually converged, complimented the serious tone by their spontaneous romance, blended quite happily with the correct measure of humour.
The investigative methods are really thrilling to watch but the protagonist possessing the mental ability that stretches the limits of imagination, keeps reality at bay and though the suspense and mystery are retained but it is intense drama that ultimately entertains.

Wednesday, July 12, 2023

গোরা 2: জমে গেল too!

গোরাতে কিন্তু no গোলমাল! মানে গলদ আছে, তবে তা নিয়ে চাপ না নিলেই তো হোলো! এই বাজারে এমন পুরোদস্তুর অদ্ভুত কিন্তু প্রায় পুরোপুরি জমাটি সিরিজ তো বেশি দেখতে পাওয়া যায় না কোথাও! এক বিদঘুটে রকমের ভুলো ব্যক্তি, যে পারলে নিজের নামটাও ভুলে যায়, সে কিনা serial killer ধরার specialist? তার উপর আবার সাংঘাতিক বদমেজাজ। তার উপর আছে গানের বাতিক। যদিও সেই গানের তেজ stengun মনে পড়িয়ে দেবে! কিন্তু কি আর করবেন বলুন, লোকটা তো এইসবের মধ্যেও গুছিয়ে গোয়েন্দাগিরি করছে! তাই এই চমকে দেওয়া private defective মানুষটাকে দেখা must! লোকটা আপনাকে ঠিক টেনে আনবে অদ্ভুত কিছু রহস্যের মাঝে। শুরুতে মাথাটা বেশ করে গুলিয়ে দিলেও রহস্যের জট অবশেষে ঠিক যুক্তি দেখিয়ে খুলে দেবে।
গোলমাল অবশ্য এবার শুধুমাত্র এক রহস্যেতেই সীমাবদ্ধ নেই। গুরুতর আরেক গোলমাল গোরা নিজেই এবার বাধিয়েছে। তড়িঘড়ি গোরা চেয়েছে বিয়ে করে ফেলতে! তো পাত্রীও যে হাতের কাছে নেই তা নয়! কাছাকাছির মধ্যেই তো একজন আছে। গোরার বাড়িতে তার মায়ের চোখের ছানি কাটানোর পর রাতদিন থেকে যাওয়া আয়াটি তো সম্ভাব্য পাত্রীদের মধ্যে অন্যতমা! একহাতে গোরার মাকে সেবাযত্ন করতে করতে যে গোরাকেও টাইট দিতে পারে, তাকে কি করে গোরার থেকে কোনো অংশে কম বলব?
আবার গোরার যে নতুন মক্কেলটি, তাকেও প্রার্থী হিসেবে ভাবাই যায়! তো গোরা কি করবে? বিয়ে না রহস্যভেদ! তবে গোরা যা খুশি করুক, আপনি কিন্তু দেখে ফেলুন এমন তালে তাল মেলানো সাবলীল অভিনয়ের এক অসামান্য সিরিজ। সত্যি বলছি, সিরিজটা দেখতে দেখতে মনে হতেই পারে, কাহিনী, প্লট, এসবের কি দরকার, যেখানে অভিনয়টাই আসল! কি ঋত্বিক চক্রবর্তী, কি সুহোত্র মুখোপাধ্যায়, কাকে ছেড়ে যে কাকে দেখব! অনবদ্য এই দুজনের তালে তাল মিলিয়ে আছে মানালি মনীষা দে, মৃদু অথচ দরকারমতো হালকা রসিকতা সরবরাহ করতে দক্ষ অভিজিত গুহ, চাপা কান্নার সাথে মাপমতো হাসি নিয়ে উষসী রায়ের ছোটো কিন্তু মজার মাঝেও লক্ষে অবিচল থাকা অনমনীয় চরিত্র।
তবে সিরিজটা দেখে যে এত আনন্দ পেলাম তার মূল কারণ বোধহয় আরো গভীরে। রহস্যের মোদ্দা ব্যাপারটা বালকসুলভ হলেও ও পরের দিকে গতি খানিকটা থমকালেও, সাহানা দত্তের মুচমুচে স্ক্রিপ্ট ও রবিরঞ্জন মৈত্রের ঝোড়ো সম্পাদনা মাতিয়ে দিয়েছে। জয়দীপ মুখার্জ্জীর পরিচালিত সিরিজটিতে তাই রহস্যের চাপটা না নিয়ে উপভোগ করতে পারলে প্রাণবন্ত অভিনয় দেখার সহজাত রেশটা মনকে খানিকক্ষণের জন্য হলেও চাপমুক্ত করে রাখবে।

Sunday, July 2, 2023

Homestay Murders: খুনির সাথে, খুনের মাঝে, একই বাড়িতে

গল্পটা কিন্তু মন্দ না! খুন আছে, রহস্য আছে, চুরিও আছে, আর গোয়েন্দা তো আছেই! তবে মুশকিলটা হলো অন্য জায়গায়। গল্পটাতে দেখানো হয়েছে কোনো এক পাহাড়ী নির্জন পরিবেশে এক পান্থশালায় খুন হয়। জনবসতি থেকে অনেকটা উপরে অবস্থিত জায়গাটায় প্রাকৃতিক দুর্যোগ ঘটলে জনসংযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তো খুন এরকম জায়গায় হলে, স্বাভাবিকভাবেই পান্থশালার লোকজনেরা নিজেদের মধ্যেই কাউকে খুনি সন্দেহ করবে! তৈরি হবে অবিশ্বাস, আশঙ্কা ও ভয়ের বাতাবরণ! গোয়েন্দা ও আততায়ীর মুখোশ পড়া চেহারাগুলোর আড়ালে শুরু হবে লুকিয়ে না থাকা মানুষগুলোর মধ্যে এক রুদ্ধশ্বাস লুকোচুরি খেলা জেতার পরীক্ষা। তার সাথে তো আছেই অতীত ও বর্তমানের ধূসর অধ্যায়ের আরো কিছু ইঙ্গিতবাহী ঘটনার চমক। তো এতটা দেখে আমার মাউসট্র্যাপ নাটকটা মনে পড়াটাই বোধহয় উচিত! মিল তো একটা অবশ্যই আছে! কিন্তু সমস্যাটা সেখানে নয়। বিশ্বের বিখ্যাত কোনো গল্প অবলম্বন করাই যায়। অনেক পরিচালক নিজেদের মতো করে বিভিন্ন সময় ও স্থানোপযোগী করে কাহিনীর রুপান্তর করেছেন। ভবিষ্যতেও এমনটা হওয়া খুব স্বাভাবিক! ব্যাপারটা প্লটের সর্বকালের সেরাদের মধ্যে থাকার লক্ষণ! তাই তা নিয়ে কোনো নালিশ নেই কারুর কাছে। কিন্তু, তা বলে গতিটা হবে এত নিস্তেজ? এত সাদামাটা করে প্লটের বুনন হবে? আটকে থাকা নিরুপায় নির্দোষ মানুষগুলোর দমবন্ধ অবস্থাটা কোনোভাবেই ফুটে উঠবে না সম্যকভাবে? এত সরলীকিকরণ করতে হবে জায়গায় জায়গায় কোনোরকম ভাবনাচিন্তা ছাড়াই? গল্পের মধ্যে এত অসম্পূর্ণতা থাকে কি করে? সময়ের হিসেব তো গোঁজামিলে ভরপুর মনে হল! অর্জুন চক্রবর্তী অভিনয়টা ঠিক রাখার অনেক চেষ্টা করলেও, বাকিদের চালচলন কিরকম যেন দায়সারা গোছের! সোহিনী সরকার তো দাঁত দিয়ে ক্রমাগত নখ খেয়ে কিরকম ঘুমের ঘোরে যেন চিবিয়ে চিবিয়ে সংলাপ আওড়ে চললেন। বোধহয় সাজানোটা খুব পরিপাটি করার দিকেই শুধু মন দেওয়ায়, মানে সায়ন্তন ঘোষালের হাতে পরিচালনা থাকলে যে ছিমছাম উপহারটা পাওনা হয়, দরকারী জটিলতাগুলো কিন্তু পরিচালক এড়িয়ে গিয়ে গোলমাল করে ফেলেছেন জায়গায় জায়গায়।
তবে একটা ব্যাপারে কিন্তু এই সিরিজটা দেখা, থুড়ি, শোনাটা সার্থক। সিরিজটার অসামান্য সুর, ধ্বনি ও তাদের সংযোগ মন ভরিয়ে দেবে। শিবাশীষ ব্যানার্জ্জীর ওপেনিং স্কোর থেকে অয়ন ভটচাজের দুরন্ত মিক্সিং, সাথে সায়ন বাইরি, তারপর সম্রাট রায় একটা পর্বে এবং সৌরভ বোসের সম্পাদনার সুরের বিভাগে কোনো গলদ নেই। তাই আমার খারাপ নেটওয়ার্কে সিরিজটা আরো অসহ্য দেখতে লাগলেও, শুনতে আদৌ মন্দ লাগেনি তার সুরের জোরালো ঝংকার!

Monday, June 26, 2023

এটা কি রাজনীতি হল?

রাজনীতি দেখলাম।

শুরুতেই এক মহিলার গাড়ি অ্যাক্সিডেণ্টে আপাদমস্তক ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে শয্যা। প্রাণে বাঁচলেও স্মৃতি তার সাময়িকভাবে লোপ পায়। তবে পুরোপুরি লোপ পায় বলাটা ঠিক নয় - মাঝে মধ্যে মোবাইলের মিসড কলের মতো জানান দিয়ে যায় তার উপস্থিতি। তো সেই প্রায় বিস্মৃত ঘটনার কিছু কিছু ঝলক মনে পড়িয়ে দেয় মহিলাকে যে যেদিন দুর্ঘটনা ঘটেছিল, তখন ড্রাইভারের জায়গায় আরেকজন বসেছিল। কিন্তু চেনা পরিচিতদের সাথে এই ব্যাপারে আলোচনা হলে তারা বলেই চলে যে গাড়িতে সাথে শুধু ড্রাইভার ছিল। ব্যাপারটা বেশ সন্দেহজনক ঠেকে মেয়েটির কাছে। তার উপর তার মোবাইলে কোথাকার কোন জালি অনির্বাণের মেসেজ আসতেই থাকে যা তার সন্দেহকে আরো জোরদার করে। এরপর সত্যটাকে বার করতে চলে গুছিয়ে প্রয়াস।

তো এই পর্যন্ত পড়ে যদি পরীক্ষার প্রশ্ন আসে সিরিজটির নামকরণের যথার্থতা নিয়ে, তখন এর মধ্যে যে রাজনীতি কোথায় ঢুকল, সেটা বোঝাই দায় হবে। মানলাম, নায়িকার পিতা রাজনীতিক, গোটা পরিবার, অধিকাংশ পরিচিতজন রাজনীতির সমুদ্রে স্নান করে, কিন্তু যেখানে ঘটনাটা আসলে একটি রহস্যের, সেখানে অকারণ জলঘোলা করাটা কি আদৌ দরকার? কাহিনীতে জোর করে রাজনীতির বান ডাকিয়ে একটা ঠিকঠাক রহস্য গল্পকে কিরকম বেকার করে দিলো।

অবশ্য পুরোটা দেখে সাতকাণ্ড রামায়ণ পড়ে রাবণ কার খুড়তুতো বোন জাতীয় প্রশ্ন উঠবে না কারণ সাত পর্বের সপ্তম পর্বে রাজনীতির পঙ্কিল রূপটা অবশেষে প্রকাশ পাবে, কিন্তু তবুও বলবো কাহিনীটি আদপে রহস্যের, তাকে কোনোভাবেই পলিটিকাল ড্রামা বলাটা ঠিক নয়। পরের সিজনে যদি রাজনীতিকে মুখ্য করে দেখানো হয়, তখন না হয় বলব বুঝলে। ততদিন পর্যন্ত, বলতে বাধ্য হচ্ছি, নামকরণ অসার্থক।

অভিনয় প্রসঙ্গে প্রথমেই বলি কৌশিক গাঙ্গুলির কথা। ভদ্রলোক পরিচালনা নিয়ে ছিলেন, বেশ ছিলেন, অভিনয়ের দিকটা অন্যদের উপর ছাড়লেই ঠিক করতেন বোধহয়। অপরদিকে দিতিপ্রিয়া রায় ও অর্জুন চক্রবর্তী প্রচুর চেষ্টা করেছেন কিছু করার, প্রথমজন তো বটেই, কিন্তু রহস্য ও রাজনীতির গোলমালে পুরোটাই যেন গুলিয়ে চমকগুলোকে মৃদু করে দিয়েছে। মধ্যিখান থেকে কনীনিকা বন্দ্যোপাধ্যায় মানানসই চরিত্র পেয়ে চমৎকার ছাপ রেখে দিলেন পরিমিত অভিনয়ের।

জমজমাট প্লটের প্রচুর উপকরণ ছিল, শুধু লক্ষ্যটা স্থির না হওয়াতে রান্নাটা মনের মতো হলো না। তাই সৌরভ মুখোপাধ্যায়কে অনুরোধ করব, পরের সিজন থেকে নামটা যদি খেয়াল রেখে পরিচালনা করা হয়, তাহলে খুশি হবো।

Friday, June 16, 2023

Dancing on the Grave and What Lies Underneath

Exploring a gruesome death that seemed to have shaken the entire populace of this nation, the narrative is a chilling retelling of maybe, the crime of the century. The tragedy that took place decades ago will be sure to dumbstruck the audience with the facts that are highlighted.

Investigating into the mysterious disappearance of Shakereh Khaleeli, the series unfurls the chilling facts that are still being deliberated. Reported as missing way back in 1991, the remains of the hapless lady was unearthed approximately 35 months later from the backyard of the home where she lived. Married, to her 2nd husband, Swami Shraddhanand, six months after she separated away from her ex, Akbar Khaleeli, who was once also her 1st cousin, Shakereh tried leading a life different from just being wife to a foreign diplomat. But this decision not only distanced her from Akbar, but this resulted in her separation from her four daughters as well. Of them, Sabah, the second eldest, however, kept in regular touch with her mother than her other siblings. So, it was only natural that she first got the inkling of something alarming as she suddenly realized the disappearance of her mother. Searching frantically for her mother in avenues as directed by the husband, Murli Manohar Mishra aka Swami Shraddhanand, she turned to the police in desperation after being deceived for months. Such was his persuasive power that Mishra displayed to keep the daughter frustrated yet consciously unaware of any serious foul play for nearly a whole year. The police themselves took another year before a series of surprise breakthroughs ultimately revealed the crime that remained hidden for so long. But the revelations were unthinkable and terrifying.

Based on personal interviews, police records, rulings, media coverage, discussions with psychologist, author and lawyers, archived footage, historical records, India Today Originals and India Today produces this gripping docuseries that must be fully praised for presenting facts and never trying to irrationally infer. Patrick Graham directs to sieve through the unnerving anecdote of this sensational case and attempts to recreate the likely events that had caught the headlines of dailies in the past and still has the capacity to stupefy the minds of the present and the future.

Saturday, June 3, 2023

Dahaad: the stifled cry for justice

Sonakshi Sinha and Vijay Verma locked horns in this nerve wreaking manhunt for the serial killer who is sly as a fox with an obsession like a maniac.
Luring innocent girls into his honeytrap of false hope, Anand Swarnakar picked his preys, choosing mainly those who were emotionally estranged from their families besides being socially compromised. Fulfilling his lustful desires, he kills his unsuspecting victims in ways that forces the authorities to certify these as suicides. This psychopath concocts a plan so cunning that investigator that thinks different is also baffled by the locked-room nature of the suspected murders. Leading a dual life of a respectable teacher and the responsible husband and father, the unchallenged Anand continued his killing spree silently yet regularly.
But one of these cases suddenly got the attention of the stubborn sub-inspector, Anjali of the Mandawa police station, whose determination seemed to equal the murderous obsession of Anand and then began the chase to hunt for suspects with barest of evidences to start with and the fate of many lives hanging at the balance.
The series with the murderer revealed very early was nonetheless gripping, thanks to the fantastic direction of the director duo of Ruchika Oberoi and Reema Kagti who weaved the murder mystery into the peaking tension and kept the audience guessing of the outcome till the most opportune moment. Added to this is the fabulous performance by Sonakshi Sinha in the role of the police officer hailing from the local Rajasthani family, with a grit to bring justice to the deserved, while tirelessly fighting the social ills of class and gender distinctions that is served free in this nation of varied notions. With a dialect perfected to blend in with the role, her entire performance was superbly natural and critically awesome. Equally awesome is Vijay Verma in his role of the crooked psychopath. His composed mannerism hiding the methodical sadist inside will be sure to bring shivers down the spine as with each appearance his demeneaor becomes increasingly chilling. Supporting with another significant performance, Gulshan Devaiah portrays the local police chief with a responsible attitude and a rational sense of justice. Devaiah is perfect and his mannerism is so realistic that scenes of him handling his juniors, his family and kids on various occasions, will bring to fore the true versatility of the actor and the class of officers he represents while earning reverence for the character he plays. Sohum Shah is the other noteworthy supporting cast among others who will stand apart for the accurate act of the insecured individual, demoted in his professional life and left to choose between ambition, camaraderie and responsibilities at every turn of his existence. Pitching in with perfection, the opening score by Tarana Marwah and Gaurav Raina sets the haunting tone of suspense to resonate right from the very beginning.
Thus, the series that starts with mysterious murders and is essentially a psychological thriller is a must watch not only for the deceptive suspense but also for the subtle message that the story reminds of - the horrific plight of women subjected to the deceits of society and the evil curse of irrational norms.

Wednesday, May 24, 2023

সাবাশ ফেলুদা: রহস্যটা গড়বড়ে!

অরিন্দম শীল যখন ব্যোমকেশের মতো শান্তশিষ্ট রহস্যভেদীকে দিয়েও গুণ্ডা ঠেঙিয়েছিলেন, গোয়েন্দা পুলিশ শবরকে আরো স্বাভাবিকভাবে গুণ্ডাদের পিছনে ছুটিয়েছিলেন, তখন ফেলুদার মতো প্রাত্যহিক শরীরচর্চা করা কাউকে পেলে তিনি যে প্রবেশের দৃশ্য থেকেই দৌড় করাবেন, তাতে নতুন করে কিছু বলার নেই। তবে মুশকিল হচ্ছে, মগজাস্ত্রের কারবারীদের পরিচয় দৃশ্যটা যদি মিলখা সিং জাতীয় হয়, তাহলে মাথা থেকে রহস্যের আমেজটা ওই উড়ন্ত শিখের গতিতেই উড়ে যায়! তাই পরমব্রত চট্টোপাধ্যায় ফেলুদার চরিত্রে ঠিক যে জমাতে পারলেন না, বোধহয় তার প্রধান কারণ পরিচালক ফেলুদাকে দৌড়বীর এরকুল পোয়ারো করতে চেয়েছেন বলে। আবার অন্যদিকে ঋত্বিক চক্রবর্তীও কি কৃত্রিম কিছু দৃশ্যে! যদিও ফেলুদার গল্পগুলো আমার পড়া থাকার দরুন চরিত্রদের চমকগুলো মোটামুটি জানাই থাকে, তবুও বলতে বাধ্য হচ্ছি যে আমার খুব প্রিয় অভিনেতাদের তালিকায় থাকা এই ব্যক্তিটিকে এই সিরিজে কিছু জায়গায় বেশ প্রেডিক্টেবল লেগেছে!
অবশ্য পরিচালককে একটা ব্যাপারে কিন্তু তারিফ করতেই হবে - ফেলুদাকে সেলফোনের যুগে এনে ফেলেও এতটুকু বেমানান করে দেখাননি কাহিনিটাকে, উপরন্তু স্মার্টফোনের এক বিশেষ বিরক্তিকর 'ওভারস্মার্ট' আচরণকে জুতসইভাবে ব্যবহার করে গল্পে বর্ণিত প্রযুক্তির মূখ্য এক ভূমিকার যুক্তিগ্রাহ্য আধুনিকিকরণ করেছেন যা দেখে রায়মশাই পর্যন্ত খুশি হতেন মনে হয়।
তারিফ পাওয়ার যোগ্য অবশ্য আরো তিন অভিনেতা। প্রথম দুজনের নাম হলো দেবপ্রিয় মুখার্জ্জী ও সৌরসেনী মৈত্র। দুজনেই এমন দুটি চরিত্রে অভিনয় করেছেন, যে দুটি চরিত্র বইতে নেই, কিন্ত গল্পের খাতিরে এমনই বিশ্বাসযোগ্যভাবে অভিনয়টা করেছেন যে আমাকে বইটা খুলে নিশ্চিত হতে হয়েছে চরিত্রদুটির উপস্থিতি সম্পর্কে। কাহিনীতে নতুন চরিত্র ঢুকিয়েও তাকে নিপুণভাবে গল্পের মধ্যে মিশিয়ে দেওয়ার জন্য তাই পরিচালক ও এই দুই অভিনেতাদের প্রশংসা করতেই হবে। দেবপ্রিয় মুখার্জ্জী এক মরাঠি পুলিশ অফিসারের চরিত্রে যে সাবলীল অভিনয়টা করলেন, দেখে কে বলবে তিনি বাঙালি না মরাঠি? এদের বাদ দিয়ে তৃতীয় যে অভিনেতা পুরো সিরিজটা মাতিয়ে দিলেন, সেই রুদ্রনীল ঘোষ সেরা অভিনয়টা উপহার দিলেন নিশিকান্ত পাকড়াশির চরিত্রে। 'গ্যাংটকে গণ্ডগোল' যেহেতু 'সোনার কেল্লা'র ঠিক আগের উপন্যাস, তাই লালমোহনবাবু এতে নেই। সত্যজিতের ভাবনায় থাকা লালমোহনবাবুর কাছাকাছি চরিত্র এই নিশিকান্ত পাকড়াশির ভূমিকায় রুদ্রনীল মজাদার অথচ হালকা সন্দেহজনক এই চরিত্রটির মধ্য দিয়ে কৌতুকের দরকারটা মিটিয়ে দিয়েছেন। আবার সিধুজ্যেঠার চরিত্রে প্রবীণ অভিনেতা বিপ্লব চ্যাটার্জ্জীকেও বেশ মানিয়ে গেছে।
তাই রুদ্ধশ্বাসে পড়ে ফেলার মতো টানটান কাহিনি, 'গ্যাংটকে গণ্ডগোল'কে টেনে টেনে দশটা পর্বে দেখালেও বিশেষ কিছু চরিত্রের জন্য সিরিজটা দর্শকদের কাছে খানিকটা নতুনত্ব আনতে পারে।

Friday, May 5, 2023

জাতিস্মর পরিচয়

ব্যাপক একটা সিরিজ দেখলাম হইচইতে।

জাতিস্মর!

তুখোড় প্লট, রহস্য ও নাটকীয়তায় মোড়া চূড়ান্ত চমক, অসামান্য সিনেমাটোগ্রাফি, গা ছমছমে সুর আর সঙ্গতিপূর্ণ পরিচালনবোধের মিশেলে উপভোগ্য সাতটি পর্ব।

বাংলায় টানটান উত্তেজনাপূর্ণ রহস্যের এরকম সিরিজ বহুদিন পর দেখলাম।

জমাটি রহস্যে ঘেরা পরিবেশের সূত্রপাত শহর থেকে খানিক দূরে এক গ্রামের ব্যবসায়ী পরিবারের প্রাসাদোপম অট্টালিকায় একটি মেয়ের আচমকা আবির্ভাবে। শহর থেকে গ্রামেতে ফটো তুলতে আসা মেয়েটি হঠাৎ করে যেন অজ্ঞান হয়ে যায় প্রাসাদটির সামনে। তারপর আপাতদৃষ্টিতে তাকে যখন সুস্থ মনে করা হয়, সে শুরু করে এক অদ্ভুত আচরন, যেন বাড়িটি তার কতদিনের চেনা! দিনটাও ছিল অদ্ভুত! গ্রামের মন্দিরের দেবী বছরের সেইদিনই নাকি শুধুমাত্র পূজা গ্রহণ করেন ও বাকি দিনগুলো মন্দির বন্ধ থাকে। প্রচলিত আছে যে, সেদিন নাকি গ্রামের কোনো মৃত ব্যক্তির আত্মা ফিরে আসবে! তাই এই বিশেষ দিনটিতে শুরু হওয়া মেয়েটির আচরণ এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে, আর তার সাথে যেন পাওয়া যায় পুরনো কোন ভয়াবহ ঘটনার ইঙ্গিত!

বাকিটা সানি ঘোষ রায়ের পরিচালনায় অনুজা চট্টোপাধ্যায়ের কাহিনীর চমকে উপভোগ করা যাবে। সাথে ইন্দ্রনীল মুখার্জ্জীর অসাধারন সিনেমাটোগ্রাফি, আনিস আহমেদ ও দেবায়ন ব্যানার্জ্জীর ভয় জাগানো সুরের আবহ, তীর্থঙ্কর মজুমদারের গা শিরশিরানি ধ্বনি প্রক্ষেপণ, ভৌতিক পরিবেশ তৈরি করতে আর কি চাই? অবশ্য আর যা চাই, সেটা কৃষ্ণেন্দু দেওয়ানজির ত্রুটিহীন অভিব্যক্তি ও মধুমিতা সরকারের অভিনয়ের অভিনবতা মিটিয়ে দিয়েছে! পাশাপাশি, রোহন ভট্টাচার্যও সামঞ্জস্যপূর্ণ অভিনয় করেছেন বাকি গুরুত্বপূর্ণ চরিত্রদের মধ্যে।

Thursday, April 13, 2023

ব্যোমকেশ: বন্দিনিবাসে

কিছু গল্প বারবার পড়তে ইচ্ছে করে। কিছু সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে। আবার কিছু গল্পের চিত্রায়িত রূপ যতবার যতভাবে দেখায়, বারবার দেখার জন্য মনটা মুখিয়ে থাকে। কিছু চরিত্রের ক্ষেত্রেও কথাটার অন্যথা হয় না। 'ব্যোমকেশ' চরিত্রটা আর 'চিড়িয়াখানা' কাহিনীটা সেই প্রকারের।

আমি কাহিনীটা পড়েছি, সত্যজিতের 'চিড়িয়াখানা' সিনেমা ও অঞ্জন দত্তের 'ব্যোমকেশ ও চিড়িয়াখানা' সিনেমা সিডিতে দেখেছি, বাসু চ্যাটার্জ্জীর 'চিড়িয়াঘর' সিরিয়াল টিভিতে দেখেছি। কাহিনীটা জানি, কে খুন হবে জানি, কে খুন করবে জানি, ব্যোমকেশ কোথায় ভুল করবে জানি, খুনী কখন ধরা পড়বে জানি, মোটিভ জানি, চরিত্রদের ধরন জানি, কিন্তু কিছুতেই পুরনো যেন হয় না রহস্যের এই অধ্যায়গুলো। তার উপর যদি পরিচালক হয় নতুন, মানে নতুন করে আবার পুরনো স্বাদ পাওয়ার যদি কোনো সুযোগ থাকে, তাহলে তো কথাই নেই! দেখতেই হবে!

তাই সুদীপ্ত রায়ের পরিচালনায় ব্যোমকেশের অষ্টম সিজন হইচই ওটিটি প্ল্যাটফর্মে দেখে ফেললাম। নামটা পিঁজরাপোল করা হয়েছে, প্রথম পর্বে ব্যোমকেশের উপস্থিতি নেই প্রায়, গলাটা শুধু শুনতে পাওয়া গেছে শেষ বেলায় প্রায় - দেখেশুনে খুব বিরক্ত লাগছিল। ভাবছিলাম এ আবার কি ধরণের আঁতলামি! কিন্তু গোয়েন্দা গল্পের আকর্ষণটা ছাড়তেও পারছিলাম না। পুরোটা দেখতে তো হবেই।

ভাগ্যিস! বাকিটা, যাকে বলে, জাস্ট ফাটাফাটি! গল্পটার মূল ভাবটা অপরিবর্তিত রেখে কিছু বদল করা হয়েছে। কিন্তু বদলগুলো মোটামুটি যুক্তিপূর্ণ। ব্যোমকেশরূপী অনির্বাণ ভটচাজ অসাধারন, বিজয়ের ভূমিকায় সৌমিক মৈত্রও নজর কাড়বে। রিদ্ধিমাও সাবলীলভাবে স্বাভাবিক সত্যবতীর চরিত্রে। ভাস্বর চ্যাটার্জ্জী এবার অজিত - নতুন মুখ, নতুন অভিব্যক্তি!

তবে যেটা আরেকটি চমক, সেটার আঁচ নাম দেখানোর সময় খেয়াল করলেই পাওয়া যাবে। অনির্বাণ ভট্টাচার্য এবার শুধু ব্যোমকেশ হিসেবে নয়, আর্ট ডিরেক্টর হিসেবেও বিদ্যমান। প্রমাণ প্রতিটা গুরুত্বপূর্ণ দৃশ্যের শটের নির্বাচনে! দৃশ্যের মধ্যে দিয়েই গল্পটা পরিবেশন হয়েছে পরিমিত সংলাপের সাথে - এটাই তো শিল্প, এটাই তো আমার মতে সঠিক চলচ্চিত্রায়ণ! সাথে আছে শুভদীপ গুহর অসামান্য ওপেনিং স্কোর, যা 'এলিমেণ্টারি' ও 'শার্লক'-কে মনে করাতে পারে।

অনন্যসাধারন হতে পারত সিরিজটা। কিন্তু মনের মধ্যে অস্বস্তি যে রয়েই যাচ্ছে। নাম পাল্টে কাহিনী আত্মপ্রকাশ করলো, প্রসঙ্গ অনুযায়ী মানলাম (মানেটা অভিধান থেকে দেখতে হয়েছে)। গোয়েন্দা দেরিতে দৃশ্যে প্রবেশ করছে, সেটাও মানলাম। আরো অনেক কিছু মানলাম। কিন্তু তা বলে ব্যোমকেশের পেট খারাপের অসুবিধা গোটা পর্বগুলো জুড়ে দেখাতে হবে। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না কি। ব্যোমকেশ মধ্যবিত্ত বাঙালী গোয়েন্দা। সেটা আমরা জানি। তার পেটখারাপ হলেও তাই, না হলেও তাই। সেটাকে এরকম পেটখারাপের মধ্যে দিয়ে দেখানোর দরকারটা ঠিক হজম হলো না, অবশ্য যদি এই প্রসঙ্গটাকে অনির্বাণের অভিনয়বোধের অসামান্যতা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে আলাদা কথা! কিন্তু তাহলে যে ব্যপারটা অপ্রাসঙ্গিক! তাই ব্যোমকেশকে শৈল্পিক আঙ্গিকে দেখালেই চলবে, তার ব্যক্তিত্বকে অস্বাভাবিক অপ্রাসঙ্গিকতার প্রলেপ দেওয়াটা অনাবশ্যক।

Friday, April 7, 2023

Gaslight: Where suspense reigns while secrets overwhelm!

Saw Gaslight, streaming in Disney+ Hotstar. Apparently advertised as a Sara Ali Khan starrer spine chiller, undoubtedly Vikrant Massey steals the limelight. With his naturally naive looks, there can be no other artist better suited for the role than Massey with his deceptive demeanour. He is truly the best thing to watch in this film. Chitrangada Singh also plays her part well and looks convincing throughout, maintaining the veil of secrecy that the film demands.

Secrecy seems to be the theme of the story and the majority of the characters seem to harbour something, hidden from others. Strange happenings increase the suspense and twists in the plot keeps the interest growing.

A princess is invited home by her father, the king, whom she hates! But when the time comes for the arrival of the estranged daughter, the father goes missing! Reportedly on a business trip, his phone is unreachable and nobody seems to know where he has actually gone. Surprisingly, the residents of the royal palace, including the queen seems less bothered. The police, too, is apparently not too keen to investigate. The paraplegic princess, thus returning home, finds herself surrounded by mostly strangers and the stepmother, the queen, whom she very naturally despises. Her state of mind is even more shaken as she is haunted apparently by visions of her father in the mansion in the nights that not only questions her sanity but also brews doubts as to the whereabouts of the king, who had still remained untraceable!

Directed by Pavan Kirpalani, the mystery, which is brewed, is though old and almost predictive, would still have been enjoyable, if all the doubts raised, by the very nature of the storyline was clarified as the case is wrapped and the truth revealed.

But nonetheless, this Vikrant Massey powered show is augmented in suspense by the art decor of Apurva Bhagat and Ashish Naik and the touch ups by Avinash Pawar. So, the audience might immerse themselves in the haunting charm of royalty in ruins but will be advised to not wish for a wholesome entertainment!

Saturday, March 4, 2023

'ডাকঘর' একঘর

গ্রাম: হাগদা

পোস্টমাস্টার: দামোদর দাস

গুজব: ডাকঘরটি ভূতুড়ে

বিশেষ দ্রষ্টব্য: বাথরুমে সাপ, পোস্টবাক্সে পাখির বাসা আর গাছের তলায় মোবাইলের সিগন্যাল!

তো এরকম উদ্ভট পরিস্থিতি যেখানে সেখানে মৃত পোস্টমাস্টারের জায়গায় তার ছেলে চাকরিতে বহাল হলে, গ্রামের বাইরে থেকে আসা অচেনা যুবকটিকে সহজ সরল লোকজনেরা যে ভূতের ছানা জাতীয় সম্বোধন করে আপন করে নিতে চাইবে, এটা আর কি এমন বড় ব্যাপার হল? এসব ব্যাপারে মাথা ঘামালে কি দামোদর এক বছর ধরে জমা থাকা চিঠিগুলো বিলি করতে পারবে? নাকি পারবে তার বড়বেলার কষ্টটাকে ভুলে ফেলতে? সে কি শুধু এখানে চাকরি করতেই এসেছে? নাকি এসেছে হারানো কিছু ফিরে পাওয়ার অদম্য তাড়নায়!জানতে হলে তো উপায় একটাই, হইচই খুলে বসে পড়ুন এখনই ও গা ভাসান সিরিজটির সাত পর্বের সাতরঙা আবেগের জোয়ারে। জানলার আটকে থাকা পাল্লা খুলে হাতে চলে আসুক, কোয়ার্টারে মানুষ থাকবে না ছাগলের জন্য রাখা হবে - তাই নিয়ে চলুক তর্ক, সম্বর্ধনার চেয়ার ভেঙে পড়ুক সম্বর্ধিত ব্যক্তিসমেত হুড়মুড়িয়ে, যমজ ভাই সরকারি চাকরি করুক অন্য ভাইয়ের নামে প্রক্সি দিয়ে, যা খুশি হোক, আপনি শুধু তারিয়ে তারিয়ে উপভোগ করুন মুহুর্তগুলো গুছিয়ে!

পদ্মনাভ দাশগুপ্তের কলমে ও সুহোত্র মুখোপাধ্যায়ের অভিনয়ের জাদুতে পুষ্ট এই কাহিনী দেখে কোন দর্শক বলে দেখি যে বাঙলা ধারাবাহিক জাতে ওঠে নি?

অবশ্য, আমি বলেছিলাম প্রথমদিকটা দেখে এবং পুরোটা দেখে কথাটা পাল্টে ফেলে বলছি যে এরকম সিরিজ আরো হোক। কিছু অতি সরলীকরণের জায়গাগুলো অন্যভাবে চিন্তা করে যদি আরো বাস্তবসম্মতভাবে পরিবেশন করা হয় তবে এই সিরিজগুলি হয়ে উঠবে আরো পরিণত এবং এরকম সাধারন ঘটনা দিয়ে গড়া গল্প যত বেশি করে শুধু চিন্তাভাবনা ও পরিবেশনের গুণে অসাধারন হয়ে উঠবে, তবেই, আমার ধারনা, বাঙলা সিরিজ বিশ্বজনীন হয়ে উঠবে।

সিরিজটির পরিচালক হিসেবে কাকে ধন্যবাদ জানাবো ঠিক বুঝতে পারছি না, পড়েছি যে কিছু জটিলতা আছে। তবে অভিষেক সাহা ও অভ্রজিৎ সেন - দুজনের থেকেই এমন আরো অনেক ধারাবাহিকের প্রত্যাশা রইল। এরপর আসি চিত্রগ্রহণে, সেটাও অনবদ্য আর সেখানেও জটিলতা। তাই মৃন্ময় নন্দী ও শান, দুজনকেই ধন্যবাদ জানালাম।

Monday, February 27, 2023

Farzi: Crime pays..... but dearly!

When the system stifles the oppressed, corruption leaks! But when that blends with skill, artists emerge. Fooling the people with their sly craft, they soon become the coveted prizes for the greedy as well the police.
Sunny is a skilled artist, abandoned by his father and raised by his maternal grandfather, his beloved Nanu. Nanu also took under his umbrella, the homeless and family less Firoz, both on their early childhood. Firoz was a street boy, who befriended Sunny at the time his father abandoned him. They grew together as Nanu raised them and bonded as brothers more than as friends. Their Nanu had a small press that published a daily, a dream that Nanu pursued to revolutionise society through his writing. Alas, ideas remain but funds and well wishers dry up. That was what happened to the press and suddenly Nanu was distressed to find the press in financial crisis. Situation worsened as loans piled up while time to repay the debts ran scanty. Desperation ran high while resources were limited. But just as necessity breeds invention, need of money, this time, bred counterfeits. The artist in Sunny designed the notes while the technician in Firoz implemented them. Though the initial batch was a failure bur a quick revision soon brought fruit. Clients were found in the underworld and profit was amassed. The loan was easily repayed and the press saved.
But the tale of the twisted mind was yet to begin as money was raining in quickly. Sunny, tasting blood in the fortune amassed, wanted to continue. Clients were already in the queue, infrastructure was already built, but there was Nanu too! Any inkling of the ill practice and he will be heartbroken! But again fate played a strange twist. Nanu contracted a threatening disease of memory loss and Mansoor appeared with promises of further fortune. Mansoor was a high rolling flamboyant international kingpin of the counterfeit business. So police was obviously on his trail. But the ambitious Sunny seemed least bothered about that. Thus, as stakes ran high, so did the risks. With Firoz trying to bring sense to Sunny, police hot on the trail to trap them and Mansoor rolling the dice of life, it remains to be seen what climax the series presents.
With a slower start at the beginning that gathers pace from episode 5 onwards, the crime drama is a must watch. Not only because the drama is intense but there is a promise for a future that will be top of the class if the tone remains uncompromised in the season that must follow.
Debuting in his OTT appearance, Shahid Kapoor acts but sometimes feels a bit off the mark. Hope he proves convincing throughout in the follow ups. Amol Palekar plays his low profile part to perfection and supports the stage for the young brigade with maturity! But the best three roles are played by Bhuvan Arora, Kay Kay Menon and Vijay Sethupathi, presenting their respective portrayals to perfection. Arora plays the faithful friend with a heart, Menon is the coldly unmerciful criminal while Sethupathi sets his heart as the stubborn law enforcer with his crusade to bring down the racket he is after. But what separates them from the others are the realistic touch sprinkled with natural relief that they infuse in the characters that eases out tensions as they heighten yet keeps the perspective gripping. Raj and D K directs this action packed drama that shares a character with The Familyman, a surprising yet appropriate insert, giving the required touch of gifted espionage while winding up in a cliffhanger that promises at least another session of redemption and revenge in the coming years!

Sunday, January 29, 2023

করবে কাবু একেনবাবু!

একেনবাবু কলকাতায় এলেন.... অপরাধ দেখলেন..... সমস্যার সাথে সাথে দর্শকদের মনও প্রায় জয় করে ফেলেছিলেন, কিন্তু বাদ সাধল শেষটুকু! অবশ্য এরকম কর বলাটা হয়তো ঠিক হচ্ছে না, অভিযোগটা হতেই পারে একান্তই আমার ব্যক্তিগত মত। তাই আগে বরং বলে নেওয়া যাক মনকাড়া প্রসঙ্গগুলোর সম্বন্ধে।

প্রথমেই প্রশংসা করতে হয় গল্পগুলোকে সমস্ত বয়সের উপযোগী করে তোলার প্রয়াসটাকে। যেখানে বহু সিরিজ ওটিটির সেন্সরশিপের বাইরে থাকার সুবিধাটাকে হাতিয়ার করে অকারণ অকথ্য ভাষা ও কয়েকটি অস্বাভাবিক রুচির দৃশ্য ঢুকিয়ে বেকার সীমিত সংখ্যক লোকজনের দেখার জন্য পরিবেশন করছে, সেখানে প্রাপ্তবয়স্ক প্রসঙ্গের সম্ভাবনা দেখলেই তাকে সুচারুরূপে সমস্ত বয়সের উপযোগী করে পরিবেশন করার সাহসী এবং সংযমী প্রয়াসকে সেলাম। প্রতি কাহিনীতে ধারাবাহিকভবে ব্যাপারটাকে ধরে রাখার চেষ্টা অবশ্যই প্রশংসার যোগ্য।

এরপর অভিনয়। এতদিনে অনির্বাণ চক্রবর্তী তো একেনবাবুর সাথে প্রায় সমার্থক হয়ে গেছেনই রুপোলী পর্দায়, কিন্তু এবার, সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ যথাক্রমে বাপীবাবু ও প্রমথবাবু চরিত্রদুটিকে আরো স্বাভাবিক ও প্রাণবন্ত করে ফুটিয়ে তুলে চক্কোত্তিবাবুকে ছাপিয়ে গেছেন! সুহোত্র ও সোমক একেনবাবু সিরিজে প্রথমবার আত্মপ্রকাশ করে জমিয়ে যুগলবন্দী পরিবেশন করলেন। চরিত্রদুটিতে অভিনয় করা পূর্বতন অভিনেতাদের ছোটোপর্দায় অভিনয়কে ছোটো না করেও বলছি, নতুন এই জুটি সত্যিই অনবদ্য! অবশ্য বড়পর্দায় একেনবাবু ছবিতে এই দুজন আগে এই চরিত্রদুটি করে তারপর সিরিজে অবতীর্ণ হয়েছেন। তাই যেন সিরিজে দুজনে এত সাবলীল, এত মজাদার! তার সাথে শুভ্রজিৎ দত্ত ও বিশ্বজিৎ চক্রবর্তী দুটি ছোটো অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে জমিয়ে দিয়েছেন। চরিত্রদুটি ছোটো দৈর্ঘ্যের হলেও, মূল রহস্যের গাম্ভীর্যকে এতটুকু না কমিয়েও হাসিঠাট্টা মেশানো কিছু টাটকা মুহুর্ত উপহার দিয়েছেন। তার সাথে আছেন লোকনাথ দে। ভদ্রলোককে 'মন্দার' থেকে দেখছি যে পর্দায় উপস্থিতির প্রতিটি ক্ষণকে কি এক জাদুতে অসামান্য করে তোলেন, শুধুমাত্র অভিব্যক্তি দিয়ে।

কিন্তু এত করেও সমস্যাটা তাহলে কি হল? সমস্যাটা দেখতে পেলাম গোয়েন্দার সত্ত্বাতে। অপরাধীকে ধরতে গোয়েন্দাকে হতেই হবে কঠিন, প্রয়োজনে রূঢ়, কিন্তু অপরাধীর অসহায়তাকে কি করে অস্বীকার করবে? কি করে অপরাধীকে ধরিয়ে দেওয়ার পরেও অসহায়তাকে নিয়ে খরচ করবে না কোনো মুহুর্ত। কাহিনীকার কি লিখে গেছেন জানি না, তবে পরিচালক হিসেবে জয়দীপ মুখার্জ্জীবাবু ভেবে দেখতে পারেন। না হলে ব্যোমকেশ, ফেলুদা, কিরীটি তো কোন ছাড়্, গোয়েন্দা অর্জুনও অনেকটা এগিয়ে থাকবে। উচ্চমানের সত্যসন্ধানী উচ্চ মনের অধিকারী হলে তবেই হৃদয়ে থেকে যাবে।