Thursday, November 30, 2023

রহম্যানিয়ার চাপ!

কারার ঐ লৌহ কপাট গানটিতে এ. আর. রহমান সুর দিয়েছেন!

দিতেই পারেন সুর! আমরাই স্নানঘরে কত্ত গানে সুর দিই, আর উনি তো বিরাট সুরকার! তাহলে আর কিসের সমস্যা?

মনে আছে, ছোটোবেলায় 'পুরানো সেই দিনের কথা ভুলবি' সুরে 'যব ভি কোই লড়কি দেখু, মেরা' গানটা স্কুলে গাওয়া হতো, একঘর লাগত! সত্যি বলছি, গেয়ে দেখবেন! যদি না at least মুচকি একটা হাসি বেরোয় তো আমার নাম কাজি নজরুল!

এরকম কত যে গান আর কত যে সুর স্কুলের টিফিনের লাস্ট বেলের সাথে আর বাথরুমের স্নানের জল ফুরিয়ে যাওয়ার সাথে সাথে স্মৃতির অতলে হারিয়ে গেছে কে জানে! খেয়াল করে লিখে রাখলে, আরেকটা গীতাঞ্জলি ঠিক নামিয়ে দিতাম এতোদিনে! আর লোকে আমার বাড়িতে গড়িয়াহাট থেকে গ্র্যামি নিয়ে আসত! তাহলেই আমি লাইসেন্স পেয়ে যেতাম কাজী নজরুলের গান নিয়ে গবেষণা করার! ঠিক যেমনটা করেছেন এ. আর. রহমান, 'কারার ঐ লৌহ কপাট' গানটি নিয়ে!

কারণ সুরের জগতের পুরস্কার না থেকে যদি রহমান দাদার মতো কাজি নজরুলের বীর রসের গানের মধ্যে আমি রসগোল্লার রস ঢালতাম, তো আমার গানের টিচার চিরতার জল গেলাতে গেলাতে আমাকে বোধহয় কয়েক কোটি বার কান ধরে ওঠবোস করাতেন। এতেও অবশ্য পুরোপুরি রক্ষা পেতাম না! কারণ, গানটার মধ্যে দাঁড়ি, কমার প্রতি এরকম আশ্চর্য ঔদাসিন্য কোনো বাংলা টিচারই শান্তভাবে মেনে নিতেন না, ছুটে এসে ওঠবোসটা হয়তো একটা পা তুলে করতে বলতেন!

তবে একটা কথা, গানের একটা জায়গা, হা হা হা পায় যে হাসি জায়গাটা কিন্ত খাসা মানিয়েছে নতুন সুরে! শুনলেই হ্যা হ্যা করে হেসে ওঠার chance আছে! অবশ্য পুরোটা শুনে না কেউ ছ্যা ছ্যা করে আবার! তবে আমার ধারনা, গোলমাল হয়েছে গানটাকে বাংলা থেকে তর্জমা করে রহমানবাবুকে বোঝাতে! কোথায় গান শুনলেই কারার লৌহ কপাট ভাঙতে চাইবে মন, না এমন হয়েছে যে লৌহ কপাট ভাঙা তো পরের কথা, কাচের তৈরি কপাটেও চিড় খাওয়াতে লজ্জা লাগবে! ভাঙলে যদি দু পা তুলে ওঠবোসটা করায়!

4 comments:

  1. Incredible. আর একটু চেষ্টা করলে তুইও অনেককে ছাড়িয়ে যাবি।

    ReplyDelete