Tuesday, December 6, 2022

কাতার quips: Croatia vs Japan

খেলাটা ইস্টবেঙ্গল-মোহনবাগান হচ্ছে না জাপান-ক্রোয়েশিয়া হচ্ছিল বোঝা যাচ্ছিল না! কি যে খেলছে, কেন যে খেলছে, কেউ জানে না! বল থ্রো করছে, লাইনের বাইরে বেরিয়ে যাচ্ছে, কর্নার কিকের জোরালো শটের চোটে বল অন্য কর্নার দিয়ে বেরিয়ে যাচ্ছে! ওপেন নেট পেয়ে গোল করতে পারছে না আর লোকজন লং শট যা নিচ্ছে মনে হচ্ছে বল কাতার থেকে এই দুই দেশের মধ্যে কোথাও না ল্যান্ড করে আর এই চরম টেনশনের মুহুর্তে জাপানী কোচের ছোট খাতাটায় নোট নেওয়া দেখে মনে হলো ভাইপোর বিয়ের বউভাতে প্লেট হিসেব করছে। কি বোরিং খেলা যে হলো, বলার নয়! ভাবলাম, ব্রাজিলের খেলা দেখার আগে ঘুমিয়ে নেব, কিন্তু এরা করতে দিলে তো! হাফটাইমের ঠিক আগে এক দল গোল দিল, হাফটাইম হয়ে খেলা শুরু হতেই আরেক দল ফেরত দিয়ে দিল! ব্যস, আবার অচলাবস্থা, যদিও গোলদুটো খেলার কয়েকটা মুহুর্ত জমিয়ে দিয়েছিল।
তবে খেললো বটে গোলকীপারদুজন, তারাই এই ম্যাচের ঠিকঠাক হিরো!
অতিরিক্ত সময় ধরে খেলা চলতে থাকলেও, এই দুটো দলের মধ্যে কে যে বিরক্তিতে অন্যকে ছাপিয়ে যাচ্ছিল কে বুঝবে! তবে জাপান টাইব্রেকারে যে কি করে এই আজব ব্যাপার দেখালো কে জানে? চারটের মধ্যে একটা গোল দিতে পারলো! এরকম করলে এদের বাড়ি ফিরে যাওয়াই উচিৎ। সঙ্গে ক্রোয়েশিয়াকেও নিয়ে যেতে পারলে আনন্দ পেতাম, কিন্তু তা তো হওয়ার জো নেই। তবে ক্রোয়েশিয়া এরকম খেলা চালিয়ে গেলে চাইব খুব তাড়াতাড়ি তাদেরও যেন নকআউট হয়ে যায়! যে কোনো খেলা জেতার চেয়ে ফুটবলের জেতাটা বেশি জরুরি!

2 comments:

  1. You put your words so casually yet it comes out with a strong message. Amazing!!

    ReplyDelete
    Replies
    1. এরকম comment পেলে লিখতে বেশ লাগে:):)

      Delete