নুনেজের চকিতে খেলার গতি বাড়ানোর চমক, সন হিয়ুং মিনের পায়ের শিল্প, গোডিনের গোলের সন্ধানে মাঠের মধ্যে ক্রমান্বয়ে ওঠানামা, কিম সিয়ুং গুয়ের দৃঢ়প্রতিজ্ঞ গোলরক্ষণ, হিমেনেজের (নামের English বানান Gimenez হলেও উচ্চারন করছে হিমেনেজ) সাহসী ট্যাকল পেনাল্টি বক্সের মধ্যে, এর থেকে রঙিন আর কি হবে! হোক না খেলার ফল গোলশূন্য ড্র, যাক না হোয়াঙের পা থেকে লক্ষ্যভ্রষ্ট হওয়া বল পোস্টের উপর দিয়ে, পড়ুক না গোডিনের হেড সাইডবারে আছড়ে, খেলাটা তো হলো খেলার মতো! কাউন্টার অ্যাটাকের গতিময় ফুটবল উপহার দিলো দুই মহাদেশের দুই দল।
সুয়ারেজ বরং তুলনায় ম্রিয়মান থাকলো। যে লোকটাকে দেখলে তার আশপাশের লোকেদের হাত automatically তাদের নিজেদের কানে চলে যাওয়ার কথা, তার নিজের খেলাটাই আটকে দিয়ে যেন কানটাই তার কেটে নেওয়া হল!
No comments:
Post a Comment