অপরদিকে ওসিও নিজের নাতনির অন্নপ্রাশনের আয়োজন করতে বাড়িতে।
তাই বলাগড় থানাটা সেদিনের মতো চালানোর ভার পেল, এসআই বিধান সেন, যার বাড়িতে আবার স্ত্রী একলা থাকে এবং সে সন্তানসম্ভবা, তাই তারও মনে চিন্তা অনেক!
কিন্তু তা বললে চলবে কেন? চোরডাকাত তো আর বসে থাকবে না! তাই সেদিন দুপুরের দিকে কাছের জঙ্গল থেকে একটা অচেনা লাশ উদ্ধার হলেও খুব একটা বিশেষ রকমের অস্বাভাবিক কিছু লাগেনি কারুর। কিন্তু মুশকিলটা শুরু হল তারপর পুলিশের প্রায় নাকের ডগা দিয়ে যখন সেই লাশের মাথাটা কেউ হাপিস করে দিল। এতেই অবশ্য ব্যাপারটা থামল না! এই লাশের মাথা খুঁজতে বেড়িয়ে বেরোল আরেকটা লাশ, তবে এবার মাথা সমেত! বিধান সেনের এই অবস্থায় নিজের মাথা, মানের নিজের চাকরীটা সামলানোই দায় হয়ে পড়ল। একে জোড়া খুন, তার উপর চুরির কেস তো থানায় লেগেই আছে! সাথে মাথা হারানোর সম্পূর্ণ দায়। আইসি হাত তুলে দিয়েছেন, ওসি অবশ্য সাহায্য করে যাচ্ছেন সাধ্যমতো, আর সাহায্যের ব্যাপারে সাথে আছে সহকর্মীরা, যাদের অবশ্য জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাটা মোটামুটি গুছিয়ে থার্ড ডিগ্রি প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ। এ হেন পুলিশের দল নিয়ে বিধান কি পারবে অপরাধী ধরতে? বলতেই পারতাম যে জানার জন্য দেখতেই হবে.....ইত্যাদি, ইত্যাদি। কিন্ত না, তাহলে বোধহয় খানিকটা ভুলই বলতাম।
মজাটা হল, গল্পটা থ্রিলারধর্মী মনে হলেও, তার আসল রূপটা হলো মনস্তাত্ত্বিক। আর এখানেই পরিচালক, রাজা চন্দের মুন্সিয়ানা, যেখানে অপরাধীকে ধরার থেকে তার মনটার হদিশ পাওয়া ও তারপর তার দখল নেওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদম প্রথম থেকেই যার মায়াবী মুর্চ্ছনা ধরা পড়েছে রথীজিৎ ভট্টাচার্য রচিত অসাধারণ এক ওপেনিং স্কোরের মাধ্যমে। সুবীর মান্নার পরিমিত মেকআপ ও শর্বরী চক্রবর্তীর সামঞ্জস্যপূর্ণ পোষাক চয়ন, দৃশ্যগুলোকে অস্বাভাবিকরকম স্বাভাবিক করে তুলতে পেরেছে।
অভিনয়ে সোহম মজুমদার ঠিকই আছে, তবে কথাটা খানিক কম চিবিয়ে বললে আর ক্ষেত্র নির্বিশেষে চলনবলনটা আরেকটু কম নরম করলে চরিত্রটা প্রয়োজনীয় পুষ্টি পেত! অবশ্য দেখার মতো অভিনয় করেছেন দেবপ্রিয় মুখার্জ্জী ও অমিত সাহা। চরিত্রের মধ্যে সম্পূর্ণ ঢুকে গিয়েও কি সাবলীল অভিনয় দেখানো যায়, আমার উত্তরোত্তর পছন্দের শিল্পী, এই দেবপ্রিয় মুখার্জ্জী, তাই যেন প্রমাণ করছেন বারবার। অমিত সাহাও লা জবাব! স্রেফ যেন অভিব্যক্তি দিয়েই মাত করে দিলেন।
তাই বলছি, সিরিজটা দেখা দরকার। ভুলত্রুটি হয়তো অল্পবিস্তর হলেও আছে, কিন্তু তারই মাঝে ভাবনার কিছু সূক্ষ্ম খোরাকও যে বিছিয়ে রাখা আছে।
খুব ভাল লেখা
ReplyDeleteBhah , sundor
ReplyDelete