Tuesday, October 8, 2013

মুল্য.....বান না ব্যাস

আজ বাসে একটা মজার ঘটনা ঘটল। উলটোডাঙা থেকে বাড়ি ফিরছিলাম বাসে করে। কন্ডাক্টরকে দশটাকা দিয়ে ব্যাল্যান্স হাতে নিয়েই আঁতকে উঠলাম - একিরে ভাই চারআনায় কিছু দিয়েছে। সঙ্গে সঙ্গে দিতে যাব ওমা দেখি ওগুলো আটআনা। চারআনার সাইজের আটআনা হাতে নিয়ে উপলব্ধি করলাম যে আজকের একটাকা, দুটাকার কয়েন ঠিক সাইজে কমে গিয়ে মুল্যব্রিদ্ধির symbolic ঘোষণা করছে। আজকাল একটাকায় যা কিনি কদিন আগে আটাআনায় তাই পেতাম। সাইজ যে এখন পালটে যাবে এ আর আশ্চর্য কি! শুধু দশ টাকার নতুন কয়েন যেন খুব জলদি সাইজ পালটে না ফেলে।